ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে নিহত ৩ জনের পরিচয় মিলেছে কুতুকছড়িতে ভেঙে পড়া বেইলি ব্রিজ। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে পড়ে নিহত তিন জনের পরিচয় মিলেছে।

তারা হলেন- ট্রাকচালক মো. আরাফাত (৩৫), হেলপার মো. বাচ্চু (২৫) ও ট্রাকে থাকা পাথরের মালিক মো. জহিরুল (৫০)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটলে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে উদ্ধার কাজে অংশ নেন।

** রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, চালকসহ নিহত ৩

পুলিশ জানায়, ট্রাকচালক মো. আরাফাতের গ্রামের বাড়ি চট্টগ্রামের অক্সিজেন এলাকায়,  হেলপার বাচ্চুর গ্রামের বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায় ও ট্রাকে থাকা পাথরের মালিক জহিরুলের বাড়ি লালমনিরহাট জেলায়।  

স্থানীয়রা জানান, চট্টগ্রামের মাঝির ঘাট থেকে পাথরবোঝাই একটি ট্রাক খাগড়াছড়ি যাচ্ছিল। পথে রাঙামাটির কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ দিয়ে পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে পড়লে ট্রাকটি নদীতে ডুবে যায়। এ সময় ট্রাকের ভেতরে থাকা ওই তিন জনই নিহত হন।

ঘটনার পর পরই রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি), সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, আমরা নিহতের পরিচয় শনাক্ত হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরে চেষ্টা চলছে। নিহতের পরিবারকে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে।

সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) রাঙামাটি নির্বাহী প্রকৌশলী শাহ আরেফীন বাংলানিউজকে বলেন, কয়েক ঘণ্টার মধ্যে সড়কে যান চলাচলের জন্য ব্যবস্থা করা হচ্ছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিহত তিন জনের মরদেহ ময়নাতদন্তের পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।