ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরণখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
শরণখোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ ফাইল ছবি

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলার উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন শিংবাড়ী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৩৪) নামে এক আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে দেড়টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা স্কাভেটর চালক মো. আব্দুল্লাহ শেখ (২২) গুরুত্বর আহত হন।

নিহত শহিদুল শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে। তিনি শরণখোলায় নির্মাণাধীন বেড়িবাঁধে নিয়োজিত স্কাভেটরের দেখাশোনা করতেন। আর আহত আব্দুল্লাহ মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলার কাওরা গ্রামের খোকন শেখের ছেলে। তিনি শরণখোলায় স্কেভেটর চালাতেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, শহিদুল তার মোটরসাইকেলে আব্দুল্লাহকে নিয়ে শরণখোলা থেকে মোরেলগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে শিংবাড়ী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে। এতে আহত হন ওই দুই আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল্লাহ এখন সুস্থ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।