ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আত্মসমর্পণকারী জঙ্গিকে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র দিল র‌্যাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আত্মসমর্পণকারী জঙ্গিকে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র দিল র‌্যাব

সিরাজগঞ্জ: মো. সালাউদ্দিন আহমেদ সুজন (৩৫) নামে আত্মসমর্পণকারী এক জঙ্গি সদস্যকে পুনর্বাসনের জন্য পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে র‌্যাব।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল হাসান গণি পাঁচ লাখ টাকার মূল সঞ্চয়পত্র এবং নবম-১২তম লভ্যাংশের টোকেন তুলে দেন সুজনের হাতে।

এ সময় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলানিউজকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, রাজশাহী জেলার বাঘা উপজেলার দাদপুর গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে সালাউদ্দিন আহমেদ সুজন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি তার ভুল বুঝতে পেরে ২০১৭ সালের ৯ ডিসেম্বর র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন।  

পরে র‌্যাব-১২ তাকে পুনর্বাসনের জন্য সোনালী ব্যাংক লিমিটেড, সিরাজগঞ্জ শাখায় তিন বছরের জন্য পাঁচ লাখ টাকার মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র খুলে দেয়। ওই সঞ্চয়পত্রের অনুকূলে তিন মাস অন্তর অন্তর লভ্যাংশের টোকেন দেওয়া হয় তাকে। গত বছরের ১৮ ডিসেম্বর ওই সঞ্চয়পত্রের মেয়াদ তিন বছর পূর্ণ হয়। মেয়াদ শেষ হওয়ায় পাঁচ লাখ টাকার মূল সঞ্চয়পত্র এবং অবশিষ্ট নবম-১২তম লভ্যাংশের টোকেন অভিভাবকের উপস্থিতিতে তার হাতে তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।