ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গণছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
মেহেরপুরে গণছিনতাই প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা রাস্তায় গণ ছিনতাই সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ওই রাস্তার মধ্যবর্তী স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জুগিন্দা গ্রামের বাবর আলীর ছেলে ছেলে সবজি ব্যবসায়ী মুক্তারুল ইসলামের কাছ থেকে ১১শ টাকা, কাপড় ব্যবসায়ী মন্টুর কাছ থেকে এক হাজার, শমসের মণ্ডলের ছেলে রিয়াজ উদ্দীনের কাছ থেকে ৫শ, আব্দুস সালামের ছেলে সুজন আলীর কাছে থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

ব্যবসায়ী মন্টু বলেন, ১০/১৫ জনের একটি ছিনতাইকারীদল ধারালো অস্ত্র ধরে আলগামনের গতিরোধ করে। গাড়িটি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সৈকত মোস্তফা ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।