ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ধর্ষণ মামলায় কবিরাজ গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
ধামরাইয়ে ধর্ষণ মামলায় কবিরাজ গ্রেফতার কবিরাজ সালাম খোলজার

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ধর্ষণ মামলায় সালাম খোলজার (৪৫) নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে ধামরাই থেকে ঢাকা আদালতে পাঠানো হয়েছে।



এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে ধামরাই চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সালাম খোলজার ধামরাই চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মৃত ওয়ারেজ মিয়ার ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী একটি ছেলেকে দীর্ঘদিন ধরে ভালোবাসেন। হঠাৎ তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। পরে নিরুপায় হয়ে ভালোবাসার মানুষটিকে আপন করে পেতে কবিরাজ সালাম খোলজারের শরণাপন্ন হন তরুণীটি। সুযোগ পেয়ে কবিরাজ তাকে ধর্ষণ করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার করে মরদেহ গুম করারও হুমকি দেন কবিরাজ। পরে রাতেই তরুণীটি ধামরাই থানায় উপস্থিত হয়ে ওই কবিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই সালামকে গ্রেফতার করে।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।