ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলশানে বিদেশি মদ-বিয়ারসহ আটক ১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
গুলশানে বিদেশি মদ-বিয়ারসহ আটক ১৩

ঢাকা: রাজধানীর গুলশান এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ ১৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

আটকরা হলেন- মোস্তফা কামাল (৩৯), আনিসুল হক (৩৩), মো. মুর্তুজা (৫৬), আল-আমিন তালুকদার (৩৩), স্বপন মিয়া (১৮), মঈন শরিফ (২৫), জাহাঙ্গির আলম (৫০), আশরাফুল ইসলাম (২৮), জাহেদুল ইসলাম (২৮), সাজেদুল ইসলাম (২৫), তরিকুল ইসলাম (৩০), ওমর ফারুক (৩০) ও মো. কালাম (৪৮)।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এএসপি জিয়াউর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টায় র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৬০ বোতল বিদেশি মদ, ১১৬ ক্যান বিয়ার, এক লাখ ৬২ হাজার ৬০ টাকা ও ২২ টি মোবাইলসহ ১৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। অভিযান চলমান থাকবে বলেও জানান এএসপি জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।