ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে নাট‌্যাচার্য সে‌লিম আল দী‌নের স্মরণসভা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ফেনীতে নাট‌্যাচার্য সে‌লিম আল দী‌নের স্মরণসভা 

ফেনী: ফেনীর সোনাগাজী উপ‌জেলার সে‌নের‌খি‌লে নাট‌্যাচার্য ড. সে‌লিম আল দী‌নের ১৩তম মৃত‌্যুবা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে।  

এ উপল‌ক্ষে বৃহস্প‌তিবার (১৪ জানুয়ারি) বিকা‌লে ফি‌রোজা খাতুন সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয় প্রাঙ্গ‌ণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।


 
নাট‌্যাচার্যের ছোট ভাই আবদুল গনি খোকনের সভাপ‌তি‌ত্বে ও ভা‌গিনা রাজীব সারওয়ারের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত আলোচনায় অংশ নেন দৈ‌নিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হো‌সেন, ইস্টার্ন ইউ‌নিভার্সিটির সহকারী অধ‌্যাপক রা‌ফিউসসান রূপম, ৫ নম্বর চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, ৩ নম্বর মংগলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, ভা‌গিনা কুদরাতি খুদা পিকাসো, সমাজসেবক মিন্টু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রার্থনা রানী প্রমুখ। ‌

শে‌ষে প্রয়াত সে‌লিম আল দী‌নের ভাই আবদুল গ‌নি বিদ‌্যাল‌য়ের দ‌রিদ্র শিক্ষার্থী‌দের মধ্যে পোশাক বিতরণ ক‌রেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।