ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিকলীতে ট্রলারে আগুন লেগে নিহত ১, অগ্নিদগ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
নিকলীতে ট্রলারে আগুন লেগে নিহত ১, অগ্নিদগ্ধ ৪ ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে ট্রলারে অগ্নিদগ্ধ হয়ে জহুর উদ্দিন নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার সিংপুর বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুর উদ্দিন নিকলী সদর ইউনিয়নের মগলহাটি গ্রামের বাসিন্দা।

আগুনে দগ্ধ চারজন হলেন- নিহত জহুর উদ্দিনের ছেলে বাপ্পি, সাজনপুর গ্রামের হাসেম মিয়া, গিয়াস উদ্দিন ও তারেক।  

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্প‌তিবার (১৪ জানুয়ারি) উপজেলার সিংপুর বাজা‌রে এক দিনের মেলা ছিল। মু‌ড়ি-মুড়‌কিসহ নৌকা নি‌য়ে মেলায় যান জহুর উদ্দিন ও তার লোকজন। মেলা শেষে রাতে বাজার ঘাটে ট্রলারে ঘুমিয়ে ছিলেন জহুর উদ্দিনসহ অন্যরা। শুক্রবার ভোরে কয়েলের আগুন থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ট্রলারে আগুন গেলে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে জহুর উদ্দিনের মৃত্যু হয় এবং চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে এক জনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও এক জনকে ঢাকায় পাঠা‌নো হয়েছে। অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সি‌দ্দিকী ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।