ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
সিলেট আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী যারা

সিলেট: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এ টি এম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে ফজলুল হক সেলিম ও মাহফুজুর রহমানের ভোট সমান সমান হওয়ায় তাদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. এমদাদুল হক। নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. লিয়াকত আলী ও অ্যাডভোকেট জয়জিত আচার্য।

এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে ভোট গণনা শেষে সকালে ফলাফল ঘোষণা করা হয়।  

সমিতির ১৬১০ জন ভোটারের মধ্যে ১৩৪৬ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী এ টি এম ফয়েজ উদ্দিন ৮৭১ ভোট পেয়ে সভাপতি, এ কে এম ফখরুল ইসলাম ৬৪০ ভোট পেয়ে সহ-সভাপতি-১, পান্না লাল দাস ৪৪৪ ভোট পেয়ে সহ-সভাপতি-২ নির্বাচিত হন।  

সাধারণ সম্পাদক পদে মো. ফজলুল হক সেলিম ও মাহফুজুর রহমান ৬২৭ করে ভোট পাওয়ায় তাদের ফলাফল স্থগিত করা হয়।  

মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু) ৪৩২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১, মুমিনুর রহমান (টিটু) ৬৩৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২, মো. আজিম উদ্দীন ৫২১ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক, মো. মকসুদ আহমদ ৭৩১ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) ৫৬৪ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক, মো. আলিম উদ্দীন ৫৯২ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার, মইনুল হক ৭৩৭ ভোট ও মোহাম্মদ মঈনুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার, কবির আহমদ ৮৫৯ ভোট, মো. কাওছার আহমদ ৮০২ ভোট ও মোবারক হোসাইন ৬৬৩ ভোট পেয়ে সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে আব্দুল গফফার ৯৫৫ ভোট, মো. ওবায়দুর রহমান ৮০৭ ভোট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৭৮৮ ভোট, কল্যাণ চৌধুরী ৭৪২ ভোট, মো. রাজউদ্দিন ৭৪১ ভোট, মো. আব্দুল মান্নান চৌধুরী ৭২৩ ভোট, এ এস এম আব্দুল গফুর ৭১১ ভোট, লুৎফা বেগম চৌধুরী ৭১০ ভোট, জসিম উদ্দিন আহমদ ৬৫২ ভোট, এম ই এম ইকবালুর রহমান ৬২৯ ভোট ও আবু মোহাম্মদ আসাদ ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।