ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীর মাছের আড়তে জাটকা বিক্রি, ৭৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
যাত্রাবাড়ীর মাছের আড়তে জাটকা বিক্রি, ৭৪ লাখ টাকা জরিমানা ...

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে অস্বাস্থ্যকর পচা মাছসহ জাটকা সংরক্ষণ ও বিক্রির জন্য ৪ কোল্ডস্টোরেজকে ৭৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ জানুয়ারি) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১০ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পচা মাছসহ জাটকা সংরক্ষণ, বিক্রিয় ও বাজারজাতকরণ করায় ৪টি কোল্ড স্টোরেজকে মোট নগদ ৭৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।