ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ফাইল ফটো। বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বরকতুল্লাহ (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

বরকতুল্লাহ উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের বাসিন্দা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার পাজরভাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে সাংবাদিকের মোড়ে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।