ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবপুরে দুই মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
শিবপুরে দুই মাদক বিক্রেতা আটক

নরসিংদী: নরসিংদীর শিবপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বালুহাটি গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে ইয়াছিন মিয়া (২৫), শিবপুর উপজেলার চৈতন্য এলাকার মৃত সামসুল হকের ছেলে মনির হোসেন (৩০)।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চৈতন্য এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত সাড়ে দশটায় জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপম কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপম কুমার সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদীর উপপরিদর্শক (এসআই) তাপস কান্তি রায়, সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন তার দল নিয়ে শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার চৈতন্য এলাকার নুরুল ইসলামের বাড়ির সামনে ফাঁকা জায়গা থেকে  ইয়াছিন মিয়া ও মনির হোসেনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।