ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাউন্সিলর প্রার্থীর বিতরণ করা পোলাও জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
কাউন্সিলর প্রার্থীর বিতরণ করা পোলাও জব্দ

কুষ্টিয়া: কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির রান্না করা খাবার ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অভিযোগে খাবারগুলো জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  

এসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে খাবারগুলো জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসাহাক আলী জানান, কুষ্টিয়া পৌর নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবি বারখাদা সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে পোলাও রান্নার আয়োজন করেন। সেখান থেকে প্যাকেট জাত করে ভ্যান বোঝাই করে পাঠানো হচ্ছিল ভোটারদের বাড়ি বাড়ি। তখন জব্দ করা হয় ১০ ডেচকি ও ১০০ প্যাকেট পোলাও। পরে জব্দ করা খাবার এতিমখানার বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।