ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

মধুমতিতে বালুভর্তি ট্রলারডুবি, নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
মধুমতিতে বালুভর্তি ট্রলারডুবি, নিখোঁজ ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি নদীতে বালুর ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজুমল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে জোয়ারের সময় বালুভর্তি ট্রলার বালু ঘটে নোঙর করে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে ছিলো। রাতে ভাটার সময় বালু ভর্তি ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৩ জন শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পরলেও ২ জন নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকদের বাড়ি ভোলা জেলায়। খবর পেয়ে রোববার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।