ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
বগুড়ায় থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

নিহত আব্দুল খালেক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার লাউকল গ্রামের আবুল হোসেনের ছেলে।

তিনি পিকআপ ভ্যানের হেলপার।

রোববার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার কাঠালতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসডকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি সকালে শেরপুর উপজেলার কাঠালতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থামিয়ে রাখা পাথরবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার খালেক নিহত হন।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। সেসঙ্গে পিকআপটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।