ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ভাতা নিতে এসে প্রাইভেটকারচাপায় প্রাণ হারালেন বিধবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
ভাতা নিতে এসে প্রাইভেটকারচাপায় প্রাণ হারালেন বিধবা প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাতা নিতে আসার পথে মহাসড়ক পারাপারের সময় প্রাইভেটকারচাপায় বেজারি রানী (৫৫) নামে এক বিধবা নিহত হয়েছেন।  

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেজারি রানী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত কমলের স্ত্রী।  

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বাংলানিউজকে জানান, বেজারি নামে এক নারী বিধবা ভাতা উত্তোলনের জন্য দবিরগঞ্জ বাজার এলাকায় ব্যাংক এশিয়ায় (এজেন্ট শাখা) আসছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।  

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি এবং দুর্ঘটনা ঘাতক যানবাহনটি সম্পর্কেও কেউ কিছু বলতে পারেনি।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।