ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষানবিশ আইনজীবী রেজাউলের মৃত্যুতে দোষীদের ফাঁসির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
শিক্ষানবিশ আইনজীবী রেজাউলের মৃত্যুতে দোষীদের ফাঁসির দাবি

বরিশাল: পুলিশের হাতে আটকের পর শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম রেজার মৃত্যুর ঘটনায় এসআই মহিউদ্দিনের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় নগরের সদর রোডে আইনজীবী রেজাউলের স্বজনরা ও এলাকাবাসীর উপস্থিতির পাশাপাশি বাসদ এবং গণসংহতি আন্দোলনের নেতারা প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, এসআই মহিউদ্দিন সাগরদী এলাকার শের-ই-বাংলা সড়কের পাশে অলিশান বাড়ি করেছে। এলাকায় তার চলাফেরা ছিল বেপরোয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেনি। আমাদের দাবি রেজাউলকে ধরে নিয়ে নির্যাতনকারী এসআই মহিউদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করা হোক। একইসঙ্গে এসআই মহিউদ্দিনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক।

গত বছরের ২৯ ডিসেম্বর রাতে শিক্ষানবিশ আইনজীবী রেজাউলকে নগরীর হামিদ খান সড়ক এলাকা থেকে আটক করে নিয়ে যান এসআই মহিউদ্দিন। গত বছরের ৩০ ডিসেম্বর তাকে একটি মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় কারা হাসপাতালে রেজাউল অসুস্থ হলে তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২ জানুয়ারি রাত ১২টা ৫ মিনিটে রেজাউলের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০২০
এমএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।