ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় মেয়রের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
নওগাঁয় মেয়রের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন

নওগাঁ: নওগাঁ পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র নজমুল হক সনির ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে  সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাজিফ উদ্দিন।

সম্মেলনে বক্তব্যরা জানান, শনিবার (১৬ জানুয়ারি) রাতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় শহরের নওযোয়ান মাঠ এলাকায় নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র নজমুল হক সনির ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে মেয়র ও মেয়রের ছেলেসহ অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। রাতেই তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সম্মেলনে।

অনুষ্ঠিত হামলা পরবর্তিকালে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী নজমুল হক সনি অভিযোগ করেন বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। কিন্তু একদল মানুষ ভোট ডাকাতির পায়তারা নিয়ে ব্যস্ত। এজন্য নির্বাচনের আগেই তারা আমার এবং নেতা-কর্মীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে।

এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব দল ও প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান মেয়র প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।