ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে পরিছন নেছা (৫৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরিছন নেছা শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের আরকান্দি গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে এনায়েতপুর এলাকার তাঁতী আফসার আলীর বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন।

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দানেশ আলী বাংলানিউজকে বলেন, পরিছন নেছা গত তিন থেকে চার বছর ধরে তাঁত ব্যবসায়ী আফসার আলীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। সন্ধ্যার দিকে তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে রাতে পরিছন নেছার মৃত্যু হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।  

মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান ওসি আতাউর।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।