ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
পাথরঘাটায় ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই একটি ট্রাক খাদে পড়ে আবু বকর (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম আইডিয়াল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবু বকর পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের রূপধন গ্রামের আলকাছ মিয়ার ছেলে।

চালক আবু বকরের সহকারী মো. নাঈম জানান, পাথরঘাটা উপজেলার কাকচিড়া থেকে ট্রাকে রড বোঝাই করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম আইডিয়াল মাদ্রাসা সংলগ্ন একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক আবু বকরের মৃত্যু হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে চালক আবু বকরের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।