ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে গার্লস গাইডকে ডিসির সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
রংপুরে গার্লস গাইডকে ডিসির সম্মাননা 

রংপুর: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ও সাধারণ জনগণের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ গার্লস গাইডের রংপুর আঞ্চলিক কার্যালয়কে সম্মাননা জানিয়েছে জেলা প্রশাসন।  

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান এ সম্মাননা জানান।

এ সময় জেলা প্রশাসক আসিব আহসান বলেন, গার্লস গাইড করোনাকালে সাহসিকতার পরিচয় দিয়েছে। ঝুঁকি নিয়ে তারা করোনা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছে।  

তিনি এ কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় গার্লস গাইড রংপুরের প্রতিনিধিরা উপস্থিত থেকে সম্মাননা পত্র গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।