ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘উন্নয়ন তরান্বিত করতে হলে নারীদের কাজে লাগাতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
‘উন্নয়ন তরান্বিত করতে হলে নারীদের কাজে লাগাতে হবে’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শাজাহান খান

রাজশাহী: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, নারীদের ঘরবন্দি রেখে উন্নয়ন সম্ভব নয়। এ চিন্তা করাটাও বোকামি।

দেশের উন্নয়ন তরান্বিত করতে হলে নারীদের কাজে লাগাতে হবে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সীমান্ত নোঙর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে রাজশাহী বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন-২০২১ উপলক্ষে উদ্যোক্তাদের ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী। দেশে বর্তমানে জনসংখ্যা প্রায় ১৭ কোটি। আর নারী তার অর্ধেক। উন্নয়ন চাইলে ১৭ কোটি নারী-পুরুষের ৩৪ কোটি হাত কাজে লাগাতে হবে।

‘নারী উদ্যোক্তার খোঁজে’ নামে একটি প্রতিষ্ঠান এ মতবিনিময় সভার আয়োজন করে।  

শাজাহান খান বলেন, সমাজকে প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অনস্বীকার্য। নারীকে ঘরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। গ্রামে-গঞ্জে নারীরা গরু-ছাগল, হাঁস-মুরগি পালন, খালি জায়গায় বিভিন্ন জাতের শাক-সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। শহর অঞ্চলে এখন অনেকে ঘরের ছাদে বিভিন্ন ফলের চাষ করে উপার্জন করছেন। দেশে এখন আর কেউ পুষ্টিহীনতায় ভোগে না। নারীদের এ সাফল্যের কারণে দেশও এগিয়ে যাচ্ছে।

দেশের প্রতিটি সেক্টরে আজ নারীরা প্রতিষ্ঠিত। দেশে এখন অনেক নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। নারীরা যাতে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারেন সেজন্য সরকার ঋণের ব্যবস্থা করছে। নানা প্রতিবন্ধকতার মধ্যেও নারীরা এগিয়ে যাচ্ছে, তাদের ছোট করে দেখার আর সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বক্তারা বলেন, আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ। দেশের সামগ্রিক উন্নয়ন চাইলে এ আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে। পাশাপাশি নারীদেরও সুযোগ সৃষ্টি করতে হবে। এ উপলক্ষে সীমান্ত নোঙরে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে একটি মেলারও আয়োজন করা হয়েছে। মেলায় মোট ২৬টি স্টল অংশ নিয়েছে। আগামী শনিবার (৬ ফেব্রুয়ারি) মেলা শেষ হবে।

সভায় সভাপতিত্ব করেন ‘নারী উদ্যোক্তার খোঁজে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উর্মি রহমান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, রাজশাহী কর্মসংস্থান ব্যাংকের সহকারী ব্যবস্থাপক সিরাজুল সালেকীন ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের বিভাগীয় প্রধান মনিরা মতিন জোনাকী।

বিকেলে শাজাহান খান রাজশাহী নওদাপাড়া বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।