ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গার যুগলি খাল পুনঃখননের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
নলডাঙ্গার যুগলি খাল পুনঃখননের উদ্বোধন

নাটোর: ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি কাজে সেচ সম্প্রসারণ করার লক্ষ্য নিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১০ কিলোমিটার যুগলি খাল খনন করা হচ্ছে। এই খাল খনন কাজ শেষ হলে ৫ লাখ ঘনমিটার কিউসেক পানি সংরক্ষণ হবে।

যা দিয়ে এক দিকে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি ও শুকনো মৌসুমে কৃষকের অন্তত ৮ হাজার বিঘা জমিতে সেচ কাজে এ পানি ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে খাল খননের ফলে কৃষি জমিতে জলাবদ্ধতাও দূরীকরণ হবে।  

নলডাঙ্গা উপজেলার মির্জাপুর স্লইসগেট থেকে হলুদঘর স্লইস গেট পর্যন্ত খাল খননে ব্যয় হবে প্রায় আড়াই কোটি টাকা। নাটোর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ মোট ৯ জন ঠিকাদারের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এই যুগলি খাল খনন কাজের উদ্বোধন করেন। ব্রক্ষপুর ইউনিয়নের নীলডাঙ্গা গ্রামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- নাটোর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আহসানুল করিম, নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিনা খাতুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক প্রভাষক আক্রামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, সাবেক সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।