ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৩০ শতাংশ কোটার দাবিতে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
৩০ শতাংশ কোটার দাবিতে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ৩০% কোটার দাবিতে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ; ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঢাকা বিভাগীয় সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরেও দুই লাখ মুক্তিযোদ্ধার সন্তানরা অবহেলিত। কুচক্রীদের চক্রান্তে বঙ্গবন্ধুর ঘোষিত ৩০ শতাংশ বাতিল হয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাই। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৩ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। ’

তিনি আরো বলেন, ‘যদি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হয়, তাহলে সব কোটা বাতিল করতে হবে। অন্য কোটায় চাকরি নিয়ে এখন তারা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কথা বলেন। তাতে মদদ দেন এ দেশের ভিন্নমতের বুদ্ধিজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সেই তারা আবার পোষ্য কোটায় সন্তানদের পড়াশোনা ও চাকরি করান। ’

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম বাবু এবং সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ হালদার।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
ডিএন/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।