ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা নেওয়াসহ ১০ দফা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা নেওয়াসহ ১০ দফা দাবি ছবি: বাংলানিউজ

নওগাঁ: কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা নেওয়াসহ ১০ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ডিপ্লোমা নার্সিং অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ফারিহা তানজুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমরুল হাসান সাগর, সদস্য ফারুক হোসেন, শাকিল জ্যোতি, আশাসহ প্রমুখ।
 
বক্তরা বলেন, কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে দ্রুত পরীক্ষা নিতে হবে; বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং কোর্স সম্পন্নকারী ছাড়া কোনো শিক্ষার্থীকে নার্স হিসেবে নিবন্ধন দেওয়া যাবে না; নার্সিংদের অন্যান্য দেশের মতো প্রথম শ্রেণীতে মর্যাদা দিতে হবে; স্পেশাল বিসিএস চালু করতে হবে; নার্সকে নার্সিং অফিসার পদবি দিতে হবে; ফাইনাল পরীক্ষার এক সপ্তাহের ভেতরে রেজিস্ট্রার পরীক্ষা নিতে হবে, যাতে ইন্টার্নশিপের পর চাকরি পেতে ভোগান্তি পেতে না হয়; পুরাতন ও চাকরিতে যেসব নার্স আছেন, তাদের ইনক্রিমেন্ট দিয়ে প্রথম শ্রেণীর সমমান দেওয়াসহ ১০ দফা দাবি তুলে ধরেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।