ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পরকীয়ায় বাধা: স্বামীর লাথিতে স্ত্রীর সন্তান প্রসব!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
পরকীয়ায় বাধা: স্বামীর লাথিতে স্ত্রীর সন্তান প্রসব!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের সময় তার পেটে লাথি দিলে স্ত্রীর ৪ মাসের বাচ্চা বের হয়ে যায়। পরে স্ত্রীকে ও পলিথিনে করে নবজাতককে নিয়ে হাসপাতালে যান ওই নারী ভাই হোসেনসহ আত্মীয়রা।

এসময় পালিয়ে যান ওই নারীর স্বামী।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটেছে আড়াইহাজার উপজেলার ধূপতারা ইউনিয়নের নতুনবান্টি গ্রামে।

১৭ বছর আগে আব্দুল্লাহের ছেলে আজিজ ও কুদ্দুসের মেয়ে ইয়াসমিনের বিয়ে হয়। তাদের ঘরে ৩ সন্তান রয়েছে। এরপরও একাধিক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হন আজিজ। পরকীয়ার কারণে আগেও একাধিকবার দুই জনের মধ্যে ঝগড়া হয়।  

একই কারণে সোমবার দুপুরে ঝগড়া শুরু হয় দুইজনের। একপর্যায়ে স্ত্রী ইয়াসমিনকে মারধর শুরু করেন আজিজ। পরে তাকে লাথি দিলে ৪ মাসের বাচ্চা পেট থেকে বেরিয়ে যায়। এ সময় দ্রত প্রতিবেশীদের সহায়তায় স্ত্রী ও নবজাতককে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্ত্রীর স্বজনরা। পরে দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

ইয়াসমিনের ভাই হোসেন জানান, আগেও আমার বোনকে মারধর করতেন আজিজ। আজও তাই হয়েছে। এখন বাচ্চা ও বোনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকায় নিয়ে যাচ্ছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমন জানান, ৪ মাসের বাচ্চা লাথির আঘাতে প্রসব হয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।