ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মা-মেয়েকে কোপানোর অপরাধে স্বামী-স্ত্রীর সাজা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
মা-মেয়েকে কোপানোর অপরাধে স্বামী-স্ত্রীর সাজা প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে জমি বিরোধের জের ধরে মা ও মেয়েকে কুপিয়ে জখম ও এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ও স্ত্রীকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।  

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিজানুর রহমানকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও তার স্ত্রী দেলোয়ারা ইয়াসমিনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের সশ্রম কারদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

 

অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্তরা মেহেন্দিগঞ্জ উপজেলার চরভোলানাথ এলাকার বাসিন্দা।  

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৯ এপ্রিল জমি বিরোধের জের ধরে একই এলাকার নুরজাহান বেগমকে কুপিয়ে জখম করে মিজানুর রহমান। এসময় তার ডাক চিৎকারে মেয়ে সুমি বেগম এগিয়ে এলে দেলোয়ারা ইয়াসমিন তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।  

এঘটনায় একইদিন মেহেন্দিগঞ্জ থানায় আহতের ছেলে রুবেল গাজী পরিবারের ৩ সদস্যকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।  

একই বছর ৯ জুলাই তদন্তকারি কর্মকর্তা এসআই ইয়াকুব আলী স্বামী ও স্ত্রীকে অভিযুক্ত করে ও তাদের মেয়ে এলিনা বেগমকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশিট জমা দেন।  

আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।