ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্যসহ ৩ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
শাহজালালে শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্যসহ ৩ জন আটক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৭শত কার্টুন সিগারেট ও ১৫৪ কেজি কসমেটিকসসহ ৩ জনকে আটক করেছে বিমানবন্দর এপিবিএন ও কাস্টমস। সোমবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার আমদানি কার্গোর কুরিয়ার গেট এলাকায় অবস্থান নেয় বিমানবন্দর আর্মড পুলিশ ও কাস্টমস সদস্যরা।  
মোহাম্মদ মঞ্জুর জেনারেল ট্রেডিং লিমিটেড নামের আমদানিকারক প্রতিষ্ঠানের নামে নেক্সাস কুরিয়ারযোগে আসা এই সব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে আমদানি কার্গোর কুরিয়ার গেট এলাকাতে কাভার্ড ভ্যানে বোঝাই করা অবস্থায় আটক করা হয়। এ সময় মো. সাজু (২৫), মো. সুমন মিয়া (৩০) এবং মো. জাবেদ মিয়াকে (২৩) হাতেনাতে আটক করা হয়।  

আটককৃত মালামালের মধ্যে ৩০৩ এসএস ব্রাউন ২ লক্ষ ৪০ হাজার শলাকা, ইজি স্পেশাল গোল্ড ৯০ হাজার শলাকা এবং মোন্ড সুপার স্লিম ১০ হাজার শলাকা সিগারেট। এছাড়া ডিউ, গোরি, চাঁদনী, নেভিয়া, ফেস মিরাকল এবং গোল্ড সোয়ান ব্রান্ডের ১ শত ৫৪ কেজি কসমেটিক্স আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, আটককৃত ৩ জন, আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
টিএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।