ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চৌগাছায় স্কুলের গাছ কেটে টাকা আত্মসাত! 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
চৌগাছায় স্কুলের গাছ কেটে টাকা আত্মসাত! 

যশোর: যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের এসকে মাধ্যমিক বিদ্যালয়ে ৭টি গাছ বড় বড় মেহগনি গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে।

করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকের যোগসাজসে গাছ বিক্রি করে টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলী এ অভিযোগ করেন। তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি স্কুলের সাথে আছেন। স্কুলের মাঠে ২৫ বছরের পুরানো মেহগনি গাছ লাগানো ছিল। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যরা স্কুলে তেমন কেউ যান না। এ সুযোগ ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছাড়াই সভাপতি ও প্রধান শিক্ষকের যোগসাজসে ৭ টি বড় বড় মেহগনি গাছ বিক্রি করা হয়েছে। গাছ কাটার পর মাটি ভরাট করে লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়। যাতে মানুষের নজরে না আসে। গাছগুলোর মূল্য তিন লাখ টাকার কাছাকাছি হবে। টাকা ফান্ডে জমা দেয়া তো দূরের কথা তারা টাকার কোন হিসাবও দিচ্ছেন না। টাকা আত্মসাত করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সোবহানুল আলম বাবু বাংলানিউজকে বলেন, গাছ কাটার ঘটনাটি সঠিক। গোপনে সভাপতি ও প্রধান শিক্ষক নিয়ম-নীতি না মেনেই গাছ বিক্রি করেছেন। ম্যানেজিং কমিটির কোন সদস্যকেই জানানো হয়নি। টাকা আত্মসাত করা হয়েছে। এভাবে চলতে থাকলে গ্রামের স্কুলটি ধ্বংস হয়ে যাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তিনি কোন গুরুত্বই দেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিলে প্রতিষ্ঠানটি বেঁচে যাবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি হারুন-অর-রশিদ বলেন, স্কুলের গাছ কাটা হয়নি। যারা অভিযোগ করছেন তারাই বিষয়টি সর্ম্পকে ভাল বলতে পারবেন।

প্রধান শিক্ষক হানিফ আলী বলেন, আম্পান ঝড়ে উপড়ে পড়া গাছ কাটা হয়েছে। এছাড়া কোন গাছ কাটা হয়নি। অভিযোগটি সত্য নয়।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক বাংলানিউজকে বলেন, এ ধরণের কোন অভিযোগ তার কাছে কেউ করেননি। অভিযোগ পেলে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
ইউজি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।