ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রায়হান উদ্দিন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বনানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উদ্দিন শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার সফির উদ্দিনের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সোমবার রাতে মোটরসাইকেল যোগে বগুড়া শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রায়হান উদ্দিন। উপজেলার বনানী মোড় এলাকায় পৌছলে একটি তেলবাহী ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়েই মৃত্যু হয় তার।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ট্রাকের চালককে আটক এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
কেইউএ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।