ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে তেলবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছেন দুই যুবক।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর নূর আয়েশার টেক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়ার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়ার রায়মোহন নাথের ছেলে শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথের ছেলে শিপন নাথ (৩২)। তারা দুজনই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘরে ফিরছিলেন।

খবর পেয়ে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জব্দ দুর্ঘটনায় পতিত তেলবাহী ভউচার ও মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

হারবাং নাথপাড়ার বাসিন্দা শিক্ষক উজ্জ্বল নাথ জানান, নিহত দুজনই লোহাগাড়ার চুনতি স্টেশনে দর্জির কাজ করতেন। রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। মর্মান্তিকভাবে দুই যুবকের মৃত্যুতে দুই পরিবারসহ পুরো পাড়ায় শোকের ছায়া নেমেছে।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি ইন্সপেক্টর মো. আনিছুর রহমান জানান, চট্টগ্রামমুখী একটি তেলবাহী ভাউচারের (চট্টমেট্রো-চ-৪১-০০৫৭) চাপায় ঘটনাস্থলেই এ দুই যুবক  নিহত হন।  তাদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে।

আনিছুর রহমান জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসবি/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।