ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আদাবরে গার্মেন্টসকর্মী খুনের ঘটনায় আরেকজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
আদাবরে গার্মেন্টসকর্মী খুনের ঘটনায় আরেকজন গ্রেফতার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু

ঢাকা: রাজধানীর আদাবরে গার্মেন্টসকর্মী নাজমুল হককে খুনের ঘটনায় রিয়াদ (২১) নামে আরেকজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগ।

গত সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে নারায়গঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, আদাবরে গার্মেন্টসকর্মীকে খুনের ঘটনায় গত রোববার (৭ ফেব্রুয়ারি) মাসুদ হাসান ও সাগর নামে দু’জনকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রূপগঞ্জ থেকে রিয়াদকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ গ্রেফতার করা হয়।

রিয়াদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

গত ৩০ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টায় আদাবরের ঢাকা উদ্যানে অবস্থিত সাইনেস্ট গার্মেন্টসের সামনে পূর্ব শত্রুতার জেরে গার্মেন্টসকর্মী নাজমুল হককে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।