ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা আটক

ঢাকা: চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারকচক্রের মূলহোতা সেলিম শেখ ওরফে শুভ (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ৮ টি ভুয়া নিয়োগপত্র, ৩ টি বিভিন্ন ব্যাংকের চেক, ৩ টি এটিএম কার্ড, ২ টি ল্যাপটপ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রতারকচক্রটির মাঠ পর্যায়ের কর্মী রয়েছে। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেকার ও অস্বচ্ছল যুবকদের চাকরি দেওয়ার কথা বলে অফিসে এনে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করে আসছিলেন।

আটক সেলিম শেখ দামি ব্রান্ডের গাড়ি নিয়ে চলাফেরা করতেন আর চাকরিপ্রার্থীদের কাছে বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।

ভিকটিম সাধারণত অস্বচ্ছল হওয়ার কারণে যাচাই-বাছাই না করে নিয়োগপত্র হাতে পেলে তাদের টাকা দিতেন। চাকরি দেওয়ার নামে প্রতিজনের কাছ থেকে ৫ থেকে ১০ লাখ টাকা আদায় করা হতো।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী জানান, আটক সেলিম ছাড়া আরও ১০ থেকে ১২ জন পলাতক সদস্য এ প্রতারণার কাজে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক প্রতারণার মামলা রয়েছে। পলাতকদের গ্রেফতারে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।