ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সড়কে গাছের গুঁড়ি ফেলে ট্রাকে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
রূপগঞ্জে সড়কে গাছের গুঁড়ি ফেলে ট্রাকে ডাকাতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাছের গুঁড়ি ফেলে ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ট্রাকের চালক-হেলপারকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ টাকাসহ মোবাইল সেট লুটে নেয়।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-আজিজনগড় রাস্তায় ঘটে এ ঘটনা।

আহত হিমেল জানান, তিনি বিভিন্ন ইটভাটা থেকে ইটবহন করে বিভিন্ন এলাকায় ভাড়ায় সাপ্লাই দেন। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে দাউদপুর এলাকার এইচইউবি এলাকায় ইটভাটা থেকে ৩ হাজার ইট নিয়ে আজিজনগড়-ভায়েলা সড়কের হুড়ারবাড়ি এলাকায় নামিয়ে দেন। ফেরার পথে আজিজনগড়-ভায়েলা সড়কের হুড়ারবাড়ির মোরে ৭-৮ জনের একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে ট্রাকটি গতিরোধ করে। পরে ট্রাক চালক হিমেল ও হেলপার সাইদুল ইসলামকে ছুরিকাঘাত করে ৩ হাজার টাকা ও মোবাইল লুটে নেয়।

এক পর্যায়ে সবার আত্মচিৎকার শুরু করলে আশপাশের এলাকার মানুষ এগিয়ে গেলে ডাকাতদল দৌঁড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত হিমেল ও সাইদুলকে প্রথমে স্থানীয় ভুলতা জেনারেল হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তারা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।