ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৮ ইউনিট  গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ৮ ইউনিট। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বাংলানিউজকে জানান, শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর, ভালুকা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

>>> গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১।  
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।