ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

দেওয়ানগঞ্জে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
দেওয়ানগঞ্জে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত কৃষক চাঁন মিয়া (৫০) চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।

নিহত চাঁন মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের লংকার চরে গ্রামের ছইম উদ্দীনের ছেলে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে সংঘর্ষ হয়। মারাত্মক আহত অবস্থায় চাঁন মিয়াকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় সকাল ১২টার দিকে তিনি মারা যান।  

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহাব্বত কবির   বাংলনিউজকে জানান, আমি আজ সেখানে গিয়েছি। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।