ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িখাই মেলায় মাছ কিনে জামাই আদর

নজরুল ইসলাম খায়রুল, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
কুড়িখাই মেলায় মাছ কিনে জামাই আদর

কিশোরগঞ্জ: মেলার বড় বড় মাছ। আর সেই বড় মাছ কিনে জামাই যায় শ্বশুরবাড়ি।

মাছ পেয়ে শ্বশুরবাড়ির লোকজন জামাইকে করেন আদরযত্ন। এভাবেই শতাব্দী পর শতাব্দী চলছে এই জামাই আদর। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কুড়িখাইয়ের সপ্তাহব্যাপী মেলা মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

প্রতিবছর বাংলা সালের মাঘ মাসের শেষ মঙ্গলবার কুড়িখাই শাহ শামছুদ্দিন বুখারী (রহ:) মাজারে সপ্তাহব্যাপী মেলা শুরু হয়। মেলা শুরুর আগের দিন সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে মূলত জিকির আজগর ও মিলাদের মাধ্যমে শামছুদ্দিন বুখারী (রহ:) ওরস হয়। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ফকির, দরবেশ ও আশেকান ভক্তরা আসতে শুরু করেছেন। এক কিলোমিটার এলাকাব্যাপী বসে এই মেলা। এতে কাঠের জিনিসপত্র, মিষ্টি, খেলনা, মিঠাই, মণ্ডা, মুড়ি ও বিন্নি খৈ এর বিরাট হাট বসে। এছাড়াও বিনোদনের জন্য সাকার্স, পুতুল নাচ, নাগরদোলাসহ আয়োজন করা হয়।  লোক বিশ্বাস মতে, কুড়িখাই মেলায় বোয়াল মাছ খেলে সে বছরের জন্য শনির দশা থেকে মুক্তি লাভ করা যায়। মেলাকে কেন্দ্র করে প্রত্যেক বাড়িতে জামাইদের দাওয়াতের প্রচলন রয়েছে। মেলার প্রধান আকর্ষণ মাছের হাট। এ হাটে দেশীয় প্রজাতির বড় বড় মাছ উঠে। আর তাই বিভিন্ন স্থান থেকে লোকজন এসে মাছগুলো কিনে নিয়ে যায়। মাছের জন্যও কুড়িখাই মেলার নাম ডাক রয়েছে। এছাড়াও মেলার বিশেষ আকর্ষণ শেষ ২ দিন বসে বউ মেলা। শুধুমাত্র এলাকার বিভিন্ন বয়সের নারীরা মেলায় এসে কেনাকাটা করে থাকেন।

জানা যায়, ৩শ ৬০ জন আউয়ালিয়ার শিরোমনি শাহ জালাল (রহ:) এর সফর সঙ্গী হযরত শাহ শামছুদ্দিন বুখারী (রহ:) বাংলা ১২২৫ সালে ৩ জন সঙ্গী শাহ নাসির, শাহ কবীর ও শাহ কলন্দরকে নিয়ে কটিয়াদী উপজেলার কুড়িখাই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন এবং তিনিই এ অঞ্চলের প্রথম ইসলাম ধর্মের প্রচারক। এছাড়া তিনি ছিলেন বার আউলিয়ার একজন।

দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় লক্ষাধিক লোকের আগমন ঘটে মেলায়। এখানে মাজার শরীফ, মসজিদ পুকুর, প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, বিশ্রামাগারসহ পাগল ফকিরদের আবাসিক স্থান রয়েছে। মেলায় অবস্থানরত কটিয়াদী উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক তাহসীন তানভীর অন্তর বাংলানিউজকে জানান, এ মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. মঈনুজ্জামান অপু বাংলানিউজকে জানান, মেলাটি একটি সর্বজনীন উৎসব ও ঐতিহ্যে রূপ নিয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এ মেলায় আসার আহ্বান জানিয়েছেন তিনি।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মেলাটি ঐতিহ্যবাহী হওয়ায় প্রতিবারের ন্যায় এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মেলার পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখার জন্য স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছে পুলিশ।

স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ মেলা পরিদর্শন করেছেন। মেলার ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

হযরত শাহ শামছুদ্দিন বুখারী (রহ:) আউলিয়ার ওরস উপলক্ষে কুড়িখাইয়ের মেলা ধর্ম বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের লোকজনের মিলন মেলা। এ মেলার ঐতিহ্য রক্ষা করতে হবে এমনটাই মনে করেন স্থানীয় লোকজন।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।