ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নকলায় কৃষককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
নকলায় কৃষককে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় ছাগলে নারিকেল গাছ খাওয়াকে কেন্দ্র করে আজি মিয়া (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মেয়ে মাহমুদাকেও পিটিয়ে আহত করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মধ্য বাউশা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার সময় উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের মধ্য বাউশা গ্রামে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে আজি মিয়ার সঙ্গে প্রতিবেশী ইসমাইল গংদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল গংরা আজি মিয়াকে পিটিয়ে হত্যা করে। এসময় তার মেয়ে মাহমুদা বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসমাইলের স্ত্রী শিলা (২০) ও মিলনের স্ত্রী ইতি বেগম (৩৫) কে আটক করে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বাংলানিউজকে জানান, ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র  এ হতাহতের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে পুলিশ দুজনকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।