ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ট্রলিচাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
কালকিনিতে ট্রলিচাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে ট্রলিচাপায় মুন্সী রেজাউল করিম (৭০) নামে একজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।  

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনির ইটেরপুল-পাথরিয়ার পাড় সড়কের সানমন্দি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম মাদারীপুর সদরের পূয়ালী গ্রামের মৃত মুন্সী রফিজ উদ্দিন আহমেদের ছেলে।  

জানা যায়, বুধবার সকালে মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে আসার সময় কালকিনির ইটেরপুল-পাথরিয়ারপাড় সড়কের সানমুন্দি এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রেজাউল করিম মারা যান।  

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে দুর্ঘটনার পরই ট্রলির চালক ট্রলি রেখে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।