ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
বরিশালে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশালে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে এক বেকারিসহ ৫টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে বরিশাল নগরের বাজার রোড ও কাকলির মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না থাকায় বাজার রোড এলাকার বিশ্বনাথ সাহা স্টোরস নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, ব্যবহার-বিধি, সর্বোচ্চ বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেট জাতকরণের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ না থাকায় মেসার্স পাক স্টোরস, মোহনাতীর্থ ভাণ্ডার, মাতৃভাণ্ডার এবং সকাল সন্ধ্যা স্টোরস নামক ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক অফিসার মো. শাহ শোয়াইব মিয়া।

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।