ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫ ওভারটেক করতে বাস খাদে। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকার বিসিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।



পুলিশ ও স্থানীয়রা জানান, আশুগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস নন্দনপুর এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসা থাকা ১৫ জন যাত্রী আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।  

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এ ঘটনায় নিহতের খবর পাওয়া যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।