ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সংঘর্ষে ৩ মামলা, আসামি ৩ শতাধিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
সিলেটে সংঘর্ষে ৩ মামলা, আসামি ৩ শতাধিক

সিলেট: অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকাণ্ডে সিলেটে তিনটি মামলা দায়ের করা হয়েছে। তিন মামলায় ২৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তিন মামলার দুইটির বাদী পুলিশ ও একটির বাদী সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা।

তিনি জানান, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের দায়ের করা অস্ত্র মামলায় একমাত্র আসামি ফয়সল আহমদ ফাহাদ (৩৮)। তিনি এই মামলায় গ্রেফতার রয়েছেন।

এছাড়া পুলিশ আক্রান্তের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে দায়ের করা মামলায় ১৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া সংঘর্ষের ঘটনায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হয়ে সিসিকের উপ সহকারী প্রকৌশলী দেবব্রত দাস বাদী হয়ে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে হামলার মুখে পড়েন সিসিক মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরও হামলা করে পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ছুঁড়ে পুলিশ। সংঘর্ষে তিন কাউন্সিলর, দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় অন্তত ২৬টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার জেরে নগরের প্রবেশদ্বার ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিপুল পয়েন্টে এলাপাতাড়ি গাড়ি রেখে সড়ক অবরোধ করে রাখেন পরিবহণ শ্রমিকরা।

চৌহাট্টায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরভবনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিয় করেন মেয়র আরিফুল হক চৌধুরী। মতবিনিময় সভা থেকে পরিবহণ শ্রমিকদের হামলার ঘটনায় নিন্দা জানানো হয়।

অন্যদিকে, মেয়র ও ট্রাফিক পুলিশ কর্মকর্তার অপসারণ, ভাঙচুর হওয়া গাড়ির ক্ষতিপূরণ ও পূর্বের স্থানে স্ট্যান্ড বহাল রাখার দাবি জানিয়ে জরুরি সভা করে সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। স্বল্প সময়ে এসব দাবি পূরণ না হলে আগামী ২২ ফেব্রুয়ারি ভোর থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৈঠকে এ ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।