ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ২ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
গাইবান্ধায় ২ ফার্মেসিকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: মেয়াদোত্তীর্ণ ও ট্যাক্সমুক্ত স্যাম্পল ওষুধ রাখার দায়ে গাইবান্ধায় দুই ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের কাচারি বাজারে অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম।  

আব্দুস সালাম বাংলানিউজকে জানান, মেয়াদোত্তীর্ণ ও বিভিন্ন কোম্পানির সরকারি ট্যাক্সমুক্ত ডক্টর স্যাম্পল ওষুধ রাখার দায়ে কাচারি বাজারের মোশাররফ মেডিক্যাল স্টোরকে পাঁচ হাজার ও নাজমা মেডিক্যাল স্টোরের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।