ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচলে ধীরগতি

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে রাতভর কখনও তীব্র আবার কখনো থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পর্যন্ত যানজট কিছুটা কমলেও উভয় লেনে  কচ্ছপ গতিতে চলছে গাড়ি।

সয়দাবাদ পুনর্বাসন এলাকার কাপড় ব্যবসায়ী আশরাফুল ইসলাম বংলানিউজকে বলেন, সেতুর গোলচত্বর থেকে ঝাঐল ওভার ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার মহাসড়ক সারারাতই যানজট ছিল। শুক্রবার সকাল পর্যন্ত থেমে থেমে যানজট দেখা যায়। সাড়ে ৯টার পর যানজট কমলেও ধীরগতিতে চলছে গাড়ি, সেই সঙ্গে ফোরলেনের কাজ চলতে থাকায় ধুলায় আচ্ছন্ন রয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়ক। থেমে থেমে যানজট, ধীরগতি আর ধুলোর কারণে বাড়ি ফেরা মানুষেরা পড়েছে চরম ভোগান্তিতে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক মিনি আরা বাংলানিউজকে বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ থাকার কারণে বৃহস্পতিবার রাতভর কখনও তীব্র আবার কখনো থেমে থেমে যানজট সৃষ্টি হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার পর থেকে যানজট কমতে শুরু করেছে। তবে প্রচুর চাপ থাকায় ধীরগতি রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।