ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে তিন তলা ভবন উল্টে পড়লো ডোবায়

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
কেরানীগঞ্জে তিন তলা ভবন উল্টে পড়লো ডোবায় তিন তলা ভবন উল্টে গেলো ডোবায়, ছবি: শাকিল

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন উল্টে ডোবায় পড়ে গেছে।  এ ঘটনায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকালে কেরানীগঞ্জের মধ্য চরাইল এলাকায় একটি তিন তলা ভবন উল্টে ডোবায় পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে।


কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, মধ্য চরাইল এলাকায় ভবন উল্টে ডোবায় পড়ার ঘটনায় এ পর্যন্ত আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।