ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাড়ে ৫ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
সাড়ে ৫ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকা: রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে তাদের আটক করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।

আটকরা হলেন- মুকল বেপারী (৪৫) ও রতœা বেগম (৩৫)।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম রেজাউল হক জানান, আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ও আশপাশের এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।