ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে রোহান হত্যা মামলার আরও ২ আসামি গ্রেফতার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
সাভারে রোহান হত্যা মামলার আরও ২ আসামি গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারে আলোচিত রোহানুর ইসলাম রোহান (১৮) হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এ ঘটনায় মোট ৫ আসামিকে গ্রেফতার করা হলো৷

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সাভার থানা থেকে তাকে মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।

এরআগে, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে সাভারের ওলাইল এলাকা থেকে একজনেকে ও নামাবাজার থেকে অন্যজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাভারের ওলাইল এলাকার দুলালের ছেলে জুবায়ের (১৬) ও নামাবাজার মৃত আলাউদ্দিনের ছেলে পারভেজ (৩২)।

পুলিশ জানায়, ০৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সাভারের ব্যাংক কলোনি এলাকার মুড়ি মটকা রেস্তোরাঁর সামনে রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয়সহ কয়েকজন কিশোর। পরে রাতেই হৃদয়কে গ্রেফতার করে পুলিশ। পরে রোহান হত্যার ঘটনায় তার বাবা আব্দুস সোবাহান ১৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় আজ দুইজকে গ্রেফতার করা হয়। এ নিয়ে একে একে পাঁচজনকে গ্রেফতার করা হলো।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিদুল বাংলানিউজকে বলেন, গ্রেফতার আসামিদের দুপুর আদালতে পাঠানো হয়েছে। এরআগে হৃদয়, আসিফ ও দুলুকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে হৃদয় আদালতে জবানবন্দি দিয়েছে। তিনি জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।