ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে ট্রলার ডুবি: আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
আশাশুনিতে ট্রলার ডুবি: আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদে ট্রলার ডুবির ঘটনায় শফিকুল সানা (৫০) নামে নিখোঁজ আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাটের পাশের ক্লোজারের পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা।

 

শফিকুল সানা উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মৃত ফজলে সানার ছেলে।

প্রত্যক্ষদর্শী মনিরুজ্জামান বলেন, দুপুরে ক্লোজারের পূর্ব পাশে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে পুইজালা গ্রামের মৃত মানিক মোড়লের ছেলে আজিজ মোড়ল।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

জানা যায়, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে নয় জনকে উদ্ধার করা সম্ভব হলেও ভাটার টানে তিন শ্রমিক ভেসে যায়। তাদের মধ্যে বৃহস্পতিবার বাবর আলী ও শুক্রবার শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আজিজ মোড়ল।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।