ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে পিস্তলসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
নরসিংদীতে পিস্তলসহ গ্রেফতার ২ পিস্তলসহ গ্রেফতার দুইজন

নরসিংদী: নরসিংদী শহরের বাসাইল এলাকা থেকে পিস্তলসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ইনামুল হক সাগর।

গ্রেফতার দু’জন হলেন- নরসিংদী শহরের নেকজানপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৭) ও দক্ষিণ পুরানপাড়া এলাকার রেনু মিয়ার ছেলে কাউছার মিয়া (৩৬)।  

ইনামুল হক সাগর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বাসাইল এলাকায় ভাড়া বাসা থেকে নজরুল ও কাউসারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল জব্দ করা হয়। এ ঘটনায় তাদের নামে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই দু’জনের নামে আগেও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।