ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বঙ্গবন্ধু ম্যারাথনে অংশ নিলেন ৫০০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
বগুড়ায় বঙ্গবন্ধু ম্যারাথনে অংশ নিলেন ৫০০ জন

বগুড়া: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত ‌‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে অংশ নেন ৫০০ জন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু হয়ে মাটিডালী বিমানমোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ডিজিটাল ম্যারাথনে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বগুড়া জিলা স্কুল চত্বরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এসময় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, ১১ পদাতিক ডিভিশনের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল মো. রায়হানুল রশীদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, জেলা পরিষদ সদস্য মাহফুজা খানম লিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল ও ডালিয়া নাসরিন রিক্তা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আড়াই হাজার মানুষ রেজিস্ট্রেশন করলেও ৫ শতাধিক অংশ নেন। দৌড় প্রতিযোগিতা শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০ জনকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।